প্রিমিয়াম আনসল্ট টেড বাটার কি 
স্বাদ কেমন 
আনসল্ট টেড বাটার দুধের ক্রিম থেকে তৈরী করা হয়। এটাতে কোন প্রকার লবন বা চিনি মিক্সড করা হয় না। দুধের নিজস্ব একটা মিষ্টি স্বাদ থাকে আনসল্ট টেড বাটারে সেই স্বাদ টা পাওয়া যায়। তবে কেও চাইলে আনসল্ট টেড বাটার কে নিজের মত করে সল্টটেড অথবা বাটার ক্রিম করে নিতে পারবেন।
আনসল্ট টেড বাটার কিভাবে খাওয়া যায় 
ব্রেড এর সাথে সকালে ও বিকালের নাস্তায়।
লো কার্ব কিটো ডায়েটে।
বাচ্চাদের টিফিনকে আরও বেশি মজাদার ও
আকর্ষণীয় ও পুষ্টিকর করতে।
খাবারের স্বাদ ও সুঘ্রাণ বাড়াতে।
বিভিন্ন স্পেশাল রান্না ও মজাদার ডেজার্ট
তৈরীতে।
কেক ডেকোরেশন করতে।
বিভিন্ন সুপের মধ্যে দিয়ে খাওয়া যেতে পারে।
মাংস দিয়ে বিভিন্ন রেসিপি করার সময় বাটার
গরম করে ব্যবহার করা যেতে পারে।